ঘর ছাড়া পরিবার ঘরে ফিরে আসছেন বলে জানালেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- নতুন করে আর সামশেরগঞ্জে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়নি। গত ২৪ ঘণ্টাতে আরও ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বাবা ও ছেলেকে খুনের ঘটনায় আরো কয়েকজনকে আটক করা হয়েছে। ঘর ছাড়া পরিবার ঘরে ফিরে আসছেন বলে জানালেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায়।
বুধবার সকালে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধুলিয়ান পৌরসভাতে। সেই অগ্নিকাণ্ড নিয়ে পুলিশ সুপার জানিয়েছেন, এটা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এর সঙ্গে কোন সাম্প্রদায়িক ইস্যু কিছু নেই। আমাদের তিনটে টিম ইতিমধ্যেই পরিদর্শন করেছে। কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সামসেরগঞ্জে গত ২৪ ঘন্টা তে কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি। আরও নতুন করে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও খুনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার।
সামশেরগঞ্জ থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার এও জানিয়েছেন, গুজবে কেউ কান দেবেন না গুজব ছড়াবেন না। সামশেরগঞ্জ ও ধুলিয়ান থেকে বহু মানুষ চলে গিয়েছিল মালদা এবং ঝাড়খন্ডে তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার সকালে ছ’টি পরিবার ফিরে আসছে আরো বেশ কিছু পরিবার ফিরে আসছে বলে জানান পুলিশ সুপার।