এ বি ভিপির সদস্যরা পুলিশকে উপেক্ষা করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে গেলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-কোচবিহাবের জেলাশাসক দপ্তরে এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তপ্ত কোচবিহার। এদিন কোচবিহারের জেনকিনস কোন সংলগ্ন এলাকা থেকে এবিপি এর একটি মিছিল জেলাশাসকের দপ্তরের সামনে আসতেই প্রথমে পুলিশ বাধা দেয়। এরপর বাধা না মেনে এ বি ভিপির সদস্যরা পুলিশকে উপেক্ষা করে জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে গেলে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। আর এরপরেই শুরু হয় গন্ডগোল। এরপর পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা শুরু করে এবং কিছু abvp র সদস্যদের আটক করেন।