রোদের হাত থেকে বাঁচাতে ছাতা বিলি।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৬ এপ্রিল: গরমের মধ্যে প্রখর রোদ মাথায় নিয়ে স্কুলে যাওয়া আসা করছে একাধিক পড়ুয়া। এমনকি পথ চলতি প্রচুর মানুষ ছাতা ছাড়াই কাজ করছেন। বিষয়টি মাথা রেখে বুধবার স্কুল পড়ুয়া থেকে শুরু করে একাধিক দুস্থ পথচারীদের মধ্যে ছাতা বিলি করল বালুরঘাট লিলি ফাউন্ডেশন। এদিন থানা মোড় সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি জানান, ‘এই সংস্থা মহিলাদের স্বনির্ভর করতে প্রশিক্ষণ, শীতে দুস্থদের বস্ত্র ও কম্বল বিলি সহ স্বাস্থ্য পরীক্ষা শিবির বছরজুড়ে আয়োজন করে। এদিন তারা রোদের হাত থেকে বাঁচাতে ছাতা বিলি করেছে। তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।’