মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পালন করা হয় বাংলা নববর্ষ।

নিজস্ব সংবাদদাতা, মালদা,১৫ এপ্রিল : বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে পালন করা হয় বাংলা নববর্ষ। ওয়ার্ডের সিঙ্গাতলা এলাকা থেকে শুরু হয় প্রভাত ফেরী। প্রভাত ফেরীতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্যরা। এর পাশাপাশি জেলার বিভিন্ন স্তরের শিল্পী, মহিলা ঢাকি সহ বিভিন্ন বাদ্য শিল্পীরা অংশ নিয়ে ছিলেন প্রভাত ফেরীতে।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রভাত ফেরী শেষ হয় সিঙ্গাতলা এলাকায়। এর পাশাপাশি নববর্ষ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়ার্ড কমিটির পক্ষ থেকে। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি।