ফুটবল খেলার একটি প্রাচীন রেওয়াজ বারপোস্ট বা গোল পোস্টের পুজো।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফুটবল খেলার একটি প্রাচীন রেওয়াজ বারপোস্ট বা গোল পোস্টের পুজো। প্রাচীন এই রেওয়াজ বাংলায় আজও বর্তমান। মঙ্গলবার ফালাকাটা টাউন ক্লাবের উদ্যোগে নববর্ষের সকালে ঘটা করে করা হলো বার পুজো। উপস্থিত ছিলেন, ফালাকাটা টাউন ক্লাবের কনভেনার শুভব্রত দে ছিলেন অন্যান্য ক্লাব সদস্য সহ খেলোয়াড়রা।

