ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবর পেয়ে বর্তমান বিধায়ক সহ দলীয় নেতৃত্বকে নিয়ে পরিবারের সাথে দেখা করলেন আব্দুর রহিম বক্সি।

নিজস্ব সংবাদদাতা, মালদা: -মোটর বাইক দুর্ঘটনা মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সাথে দেখা করতে গেলেন বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। রতুয়া দুই ব্লকের মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবর পেয়ে বর্তমান বিধায়ক সহ দলীয় নেতৃত্বকে নিয়ে পরিবারের সাথে দেখা করলে না আজ। পরিবার সূত্রে জানা যায় মৃত যুবকের নাম মিজানুর রহমান। হোমিওপ্যাথি চিকিৎসার দপ্তরে পড়ুয়া ছিলেন তিনি। জানা গেছে বেশ কয়েকদিন আগে গ্যাংটক ঘুরতে গিয়েছিলেন সে, এরপর বাইকে করে বাড়ি ফেরার পথে গত ১৩ তারিখ রাত্রে রায়গঞ্জে পথ দুর্ঘটনা ঘটে, সেখানেই তার মৃত্যু হয়। পরে তার মৃত্যুর ঘটনা পরিবারের কাছে এসে পৌঁছায়। দেহ বাড়ি ফিরে। এলাকায় শকের ছায়া নেমে এসেছে। পরিবারের এমন দুঃসময়ে পরিবার সাথে দেখা করে সমবেদনা জানালেন ও পরিবারের পাশে থাকার বার্তা দিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি।