গঙ্গারামপুর ফুটবল মাঠ,কালিতলা,বোড়ডাঙ্গী সহ গঙ্গারামপুর শহরের আশেপাশে এলাকায় অনুষ্ঠিত হয় চরক পুজো।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- রীতিনীতি মেনে প্রতিবারের ন্যায় এবারেও গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো চড়ক উৎসব। সোমবার গঙ্গারামপুর ফুটবল মাঠ,কালিতলা,বোড়ডাঙ্গী সহ গঙ্গারামপুর শহরের আশেপাশে এলাকায় অনুষ্ঠিত হয় চরক পুজো।সঙ্গে ফুটবল মাঠ ও কালীতলায় বসে বিশাল মেলা। মেলায় বসে বিভিন্ন ধরণের খাবারের দোকান থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর দোকান। এদিন মেলাতে ভিড় জমায় প্রচুর মানুষজন।
প্রসঙ্গত প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে পালিত হয় চরক পুজো। চড়ক পূজার প্রায় এক মাস আগে থেকে কঠোর নিয়মের মধ্যে দিয়ে শিবপুজো করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সিদে কালেকশন করে থাকে গাজন সন্ন্যাসীরা। এরপর চৈত্র সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় চড়ক উৎসব। রীতিনীতি মেনে প্রতিবারের ন্যায় এবারেও গঙ্গারামপুর শহরের ফুটবল মাঠ,কালিতলা সহ গঙ্গারামপুর শহরের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় চড়ক পূজা।
বাইট গাজন সন্ন্যাসী