আলিপুরদুয়ারের বাবুরহাটের কাছে নির্মীয়মাণ মহাসড়কে নয়ানজুলিতে উল্টে গেলো শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী বেসরকারি যাত্রীবাহী বাস।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ারের বাবুরহাটের কাছে নির্মীয়মাণ মহাসড়কে নয়ানজুলিতে উল্টে গেলো শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী বেসরকারি যাত্রীবাহী বাস। তাতে জখম কমপক্ষে ১৫ জন। প্রত্যেককে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।