বর্গভীমা মন্দিরে পুজো দিতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা তমলুকের বিধায়ক শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ১লা বৈশাখ, আজকের দিনে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিতে আসেন স্থানীয় মানুষজনসহ দূর দূরান্ত থেকে আগত বহু ভক্ত, এই দিন বর্গভীমা মন্দিরে পুজো দিতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা তমলুকের বিধায়ক শুভেন্দু অধিকারী, এই দিন ভক্তদের সঙ্গে পদযাত্রায় হেঁটে মন্দিরে পূজো দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,মন্দিরে পূজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন এখানকার বহু উন্নয়নমূলক কাজ করেছেন তিনি, পাশাপাশি সাম্প্রদায়িক হিংসা নিয়ে একাধিক মন্তব্য করলেন তিনি, তিনি আরো জানিয়েছেন মা বর্গভীমা তার সাথে রয়েছেন তিনি সাধারণ মানুষের কাজ করে যাবেন।