চৈত্র সংক্রান্তি উপলক্ষে বালুরঘাটের ঐতিহ্যবাহী বুড়া কালীবাড়ি মন্দিরে শুরু হয়েছে বিশেষ পূজার আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- চৈত্র সংক্রান্তি উপলক্ষে বালুরঘাটের ঐতিহ্যবাহী বুড়া কালীবাড়ি মন্দিরে শুরু হয়েছে বিশেষ পূজার আয়োজন। প্রতিবছরের মতো এবছরও মন্দির প্রাঙ্গণে মা শীতলা, মা কালী এবং মশান কালীর পূজার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মশান কালী বুড়াকালী মাতার সহোদরা। বিশেষ চৈত্র সংক্রান্তির দিনটিতে তার পূজা হয়ে থাকে। এই পূজাকে ঘিরে উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে মন্দির চত্বর ও আশপাশের এলাকা।
তবে এবছর একটি ব্যতিক্রম ঘটেছে। মন্দিরের সেক্রেটারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় এবং ব্যাংক বন্ধ থাকার কারণে সোনার গয়না ব্যাংকের লকার থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি। ফলে এবছর বুড়াকালী মাতাকে সোনার গয়না না পরিয়ে রুপোর গয়না ও অন্যান্য অলংকারে সাজানো হচ্ছে।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গয়নার জৌলুস না থাকলেও পূজার নিষ্ঠা ও ভক্তিতে কোনও খামতি রাখা হচ্ছে না। মা কালীর পূজো যথারীতি শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন করা হবে।
এই দিনে মন্দির কমিটির পক্ষ থেকে মা শীতলার বিশেষ পূজারও আয়োজন করা হয়েছে। বালুরঘাট ছাড়াও আশেপাশের এলাকা থেকে ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে। পুণ্যার্থীদের নির্বিঘ্নে পূজা দিতে সহায়তা করার জন্য মন্দির কর্তৃপক্ষ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করেছে।