সোমবার মালদা স্টেশনে নেমে স্টেশন লাগুয়া ঝলঝলিয়া এলাকায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদা জেলা সফরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।সোমবার মালদা স্টেশনে নেমে স্টেশন লাগুয়া ঝলঝলিয়া এলাকায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন সুকান্ত মজুমদার।
আজ মালদায় বেশ কিছু কর্মসূচি রয়েছে তার, মালদা শহর বিজেপি পার্টি অফিসে কন্ট্রোল রুম পরিদর্শন।
তারপর মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর নগর এলাকার পার লালপুর হাই স্কুলে, ধুলিয়ান হিংসায় আতঙ্কে যে সমস্ত গ্রামবাসীরা ঘর ছাড়া হয়ে আশ্রয় নিয়েছেন তাদের সাথে দেখা করতে যাবেন তিনি। তারপর ফেরার পথে মালদার কালিয়াচক এ মোথাবাড়ির বাসিন্দাদের সাথেও দেখা করবেন রাজ্য বিজেপির সভাপতি।