চাষির চোখে আজ শুধুই জল… চার মাস ধরে রোদে-জলে যুদ্ধ করে গড়ে তুলেছিলেন স্বপ্নের ফসল।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চাষির চোখে আজ শুধুই জল… চার মাস ধরে রোদে-জলে যুদ্ধ করে গড়ে তুলেছিলেন স্বপ্নের ফসল। ভুট্টার দানায় ছিল সংসারের সুখের আশা।
কিন্তু শনিবার রাতের ঝড় সেই সব স্বপ্নে টেনে দিল কালো ছায়া।” চাষি জাফর হোসেন বলেন ভাগে নেওয়া ছয় বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম। সব কিছু শেষ হয়ে গেল… ঝড়ে গাছ সব মাটিতে পড়ে গেছে। এখন কীভাবে চলবে সংসার?
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার রসাখোয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খন্তা গ্রামের বহু চাষির একই অবস্থা।
ক্ষতির পরিমাণ ব্যাপক। চাষিরা জানাচ্ছেন, দ্রুত ক্ষতিপূরণের দাবি জানানো হবে প্রশাসনের কাছে।”
ভুট্টা গাছের সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে কৃষকের স্বপ্নও।
এখন তাঁরা তাকিয়ে রয়েছেন প্রশাসনের দিকে— সহানুভূতি নয়, চাই সঠিক ক্ষতিপূরণ।”