শনিবার মহাবীর হনুমান জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দ্বিতীয় বছরের বজরঙ্গবলী পূজাতে বজরঙ্গবলীর মন্দির প্রতিষ্ঠা করা হলো।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের ছয় নম্বর ডাঙ্গা অঞ্চল হোসেনপুরে হোসেনপুর বজরঙ্গবলী পূজা কমিটির আয়োজনে ১২ই এপ্রিল শনিবার মহাবীর হনুমান জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দ্বিতীয় বছরের বজরঙ্গবলী পূজাতে বজরঙ্গবলীর মন্দির প্রতিষ্ঠা করা হলো। হোসেনপুর বজরঙ্গবলী পূজা কমিটির সদস্যদের পক্ষ থেকে প্রথম বছরের মতো এবছরও বজরঙ্গবলী পূজার অন্নভোগ ভক্তদের বিতরণের মাধ্যমে এক বিরাট নর নারায়ণ সেবার আয়োজন করা হয়।

