প্রতিবাদ সভা করলো ফালাকাটার পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- যোগ্য চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে এবং পুলিশি বর্বরতার বিরুদ্ধে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করলো ফালাকাটার পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। শনিবার দুপুরে প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে পা মেলান ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিন মিছিলটি ফালাকাটার পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের থেকে শুরু হয়ে ফালাকাটা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফালাকাটার ধুপগুড়ি মোড় এলাকায় প্রতিবাদ
সভা করে সমাপ্ত হয়।