ধুলিয়ান থেকে শনিবার বিকেলে ঘরবাড়ি ছেড়ে বৈষ্ণবনগরের পারলালপুরে এসে ঠাই নিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা, মালদা–মুর্শিদাবাদে ওয়াকফ হিংসার জেরে অনেকেই ঘরছাড়া প্রায় পঞ্চাশটি পরিবার। এই নিয়ে হাতে যৎসামান্য জিনিসপত্র নিয়ে গঙ্গাপারে এসে ভিড় করা মানুষজনের। তাঁরা সবাই অভিযোগ করেছেন, প্রাণ বাঁচাতে বহু আতঙ্কিত মানুষ শেষ সম্বলটুকু নিয়ে ধুলিয়ান থেকে শনিবার বিকেলে ঘরবাড়ি ছেড়ে বৈষ্ণবনগরের পারলালপুরে এসে ঠাই নিয়েছেন। প্রাণে মারা হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ ওই পাড়ে।