দুর্গাপুরের সিটি সেন্টারে বহু বেসরকারি বাসে গেরুয়া পতাকা বাঁধা হলো কলকাতার একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করার প্রতিবাদে।

পশ্চিম বর্ধমান, নিজস্ব সংবাদদাতা :- হনুমান জয়ন্তীতে পথে নামল বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। দুর্গাপুরের সিটি সেন্টারে বহু বেসরকারি বাসে গেরুয়া পতাকা বাঁধতে দেখা যায় তাদের। কলকাতার একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে সম্প্রতি এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করে সোচ্চার হয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সাহসের প্রতীক গেরুয়া, পতাকাকে জোর করে বাস থেকে খুলেছে কট্টরপন্থীরা বলে অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের পথে নেমে বাসে এবং গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে দিতে। শনিবার দুর্গাপুরের রাস্তায় বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে নামতে। বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে প্রায় ৫০ টি বাসে হনুমান এবং রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা বাঁধতে দেখা যায় তাঁদের।