ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে ক্রমেই জোরদার হচ্ছে প্রতিবাদ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে দেশজুড়ে ক্রমেই জোরদার হচ্ছে প্রতিবাদ। ওয়াকফ সম্পত্তি বাঁচাতে আজ একটি প্রতিবাদ সভার আয়োজন করল দুবরাজপুরের ইসলামপুর গ্রাম ষোলআনা। ওয়াকফ বিলের বিরোধিতায় প্রতিবাদ ও কেন্দ্র সরকারের বিরূদ্ধে দুবরাজপুরের ইসলামপুর গ্রাম ষোল আনার ডাকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভার আয়োজন করা হয় ফকির বাবার ময়দানে। একইসঙ্গে সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বক্তারা। এ দিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিবাদ সভায় অংশ নেন। এদিন উপস্থিত ছিলেন পীর সাহেব সৈয়দ আজিম উদ্দিন নঈমী, সৈয়দ নিজাম উদ্দিন নঈমী, সৈয়দ আহমদ আসরফ আশরফি, সৈয়দ সাইফুল হোসেন বোখারি সহ ইসলামপুর ও দুবরাজপুর ব্লক এলাকার উলামায়ে কেরামগণ। এই প্রতিবাদ সভায় হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ইসলামপুর ফকির বাবার ময়দানে শান্তিপূর্ণভাবে যোগদান করেন। সকলের বক্তব্য, আমরা কোনো মিছিল করব না, আমরা মৌখিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *