নিকাশী নালা তৈরির জন্য মাটি খুঁড়ে রাস্তায় রাখায় পথ চলা দায়, নিয়ন্ত্রণ হারিয়ে হাইড্রেনে উল্টে গেল একটি টোটো।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: নিকাশী নালা তৈরির জন্য মাটি খুঁড়ে রাস্তায় রাখায় পথ চলা দায়। যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হাইড্রেনে উল্টে গেল একটি টোটো। ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ এক যাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের পুরানপাড়া এলাকায়। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত রাস্তা পরিষ্কারের দাবি জানিয়েছেন।”
প্রসঙ্গত,গঙ্গারামপুর বিডিও অফিস থেকে পুরানপাড়া যাবার রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই রাস্তা দিয়ে দরগা, সাহাপাড়া,কালদিঘি সহ বিভিন্ন এলাকার মানুষজন যাতায়াত করে থাকেন।দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকার পর গত কয়েকদিন আগে রাস্তাটি সংস্কারের কাজ করে পৌরসভা। নতুন রাস্তা তৈরির কয়েক দিনের মাথায় ফের শুরু হয় নিকাশি নালা তৈরির কাজ। আর নিকাশি নালা তৈরির জন্য মাটি খুঁড়ে রাখা হয়েছে নতুন রাস্তায়।যার কারণে বন্ধ যান চলাচল। অভিযোগ নিকাশী নালা তৈরির কাজ করলেও সেখানে ঝুলানো নেই কোন নোটিশ বোর্ড ।যার কারণে সেই রাস্তায় ঢুকে যাচ্ছে টোটো মোটরবাইক।আর এর ফলেই ঘটছে পথ দুর্ঘটনা।তেমনি শুক্রবার একটি টোটো ঢুকে পড়ে সেই রাস্তায় এবং যার ফলে ঘটে বিপত্তি।নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায় হাইড্রেনে। যার কারণে গুরুতর আহত হয় টোটো চালক সহ এক যাত্রী। বিষয়টি স্থানীয়দের চোখে আসতেই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষজন।স্থানীয়রা দ্রুত রাস্তার মাটি সরিয়ে ফেলার দাবি তুলেছেন।