নর্দমার স্ল্যাব ভেঙে দুর্ঘটনায় পড়লো ইট বোঝাই ট্রাক্টর।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ মাত্র দিন ১৫ আগেই তৈরি হয়েছিল রাস্তার ধারে নতুন নর্দমা। এবার সেই নর্দমার স্ল্যাব ভেঙে দুর্ঘটনায় পড়লো ইট বোঝাই ট্রাক্টর। চলন্ত অবস্থাতেই স্ল্যাবের চাকা ঢুকে গেল গর্তে। এরপরেই নিম্নমানের কাজের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন এলাকার বাসিন্দারা। মালদহের ইংরেজবাজারের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের নিমাসরাই এলাকার ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র কয়েকদিন আগেই প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে নর্দমা তৈরি করা হয়। ওপরে বসানো হয় কংক্রিট স্ল্যাব। কিন্তু,সমস্ত কাজটাই হয়েছে অত্যন্ত নিম্নমানের। কাজ চলার সময়েই বারবার গুনমান নিয়ে আপত্তি করেছিলেন স্থানীয়রা। কিন্তু সেইসময় তাঁদের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ। ভারপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা কার্যত নামমাত্র সিমেন্ট দিয়ে নর্দমার ওপর স্ল্যাব তৈরি করাতেই বিপত্তি। গর্তে চাকা ঢুকে আটকে যায় ইট বোঝাই ট্রাক্টর। এরপরের ঠিকাদারি সংস্থার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
যদিও নিম্নমানের কাজের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। তবে তাঁর সাফাই দায়িত্বপ্রাপ্ত এজেন্সির সঙ্গে কথা বলে দ্রুত ভেঙে যাওয়া নর্দমা ও স্লাব মেরামত করে দেওয়া হবে।
বাইট:-১) প্রকাশ সাহা, স্থানীয় বাসিন্দা।
২) মমতাজ বেওয়া, স্থানীয় বাসিন্দা।
৩) জাকিরুদ্দিন সবজি, তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য, কোতোয়ালি।