চা শ্রমিকদের পিএফের সমস্যা নিয়ে মঙ্গলবার থেকে পদযাত্রা শুরু করলো তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:– চা শ্রমিকদের মন জয় করতে এবার আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস । চা শ্রমিকদের পিএফের সমস্যা নিয়ে মঙ্গলবার থেকে পদযাত্রা শুরু করলো তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠন। ডুয়ার্সের শেষ প্রান্ত আলিপুরদুয়ার জেলার সঙ্কোষ চা বাগান থেকে শুরু হয় এই পদযাত্রা। তৃণমূল চা বাগানের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা জানান, চা শ্রমিকদের পিএফ নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এছাড়া অনেক চা বাগান পিএফ জমা করছেনা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেনা পিএফ দফতর এই সমস্ত বিষয় নিয়ে তাদের এই পদযাত্রা।