রাজ্য সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করল মহিলা তৃণমূল কংগ্রেস।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ– চাকরি বাতিল ইস্যুকে ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী স্নেহলতা হেমরমের নেতৃত্বে মহিলা কর্মীরা থানায় যান।
স্নেহলতা দেবী জানান, “গত কয়েকদিন ধরেই কিছু অপশক্তি সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের পুলিশে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন।” সেই নির্দেশ মেনেই এদিন অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
তাঁদের দাবি, যারা এই ধরনের কুৎসা ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। ঘটনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে দক্ষিণ দিনাজপুরে।