অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙ্গলো দুবরাজপুরের ইসলামপুরবাসীর।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙ্গলো দুবরাজপুরের ইসলামপুরবাসীর। নিত্যদিন যানজটে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। প্রশাসনকে বারবার জানিয়েও লাভ না হওয়ায় ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ইসলামপুরের বোলতলা মোড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন যানজটে নাজেহাল হতে হচ্ছে তাদের। এমনকী ঘণ্টার পর ঘন্টা রোগীকে নিয়ে এম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সে কারণেই দুবরাজপুরের ইসলামপুর বোলতলা মোড়ে আজ তাদের এই পথ অবরোধ। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জী। পুলিশ আশ্বাস দেয়, বিষয়টি ভেবে দেখার এবং স্থানীয়দের সাথে আজ বিকেল পাঁচটায় একটি বৈঠক করার। এরপরে অবরোধ তুলে নেন স্থানীয়রা। যদিও তাঁদের দাবি না মানলে ফের অবরোধ করবেন তাঁরা। স্থানীয় বাসিন্দা সেখ আনোয়ার জানান, আমি আমার বাড়ির একজন রোগীকে বাড়ি থেকে নিয়ে বেরোচ্ছিলাম। কিন্তু এই যানজটের কারণে আটকে যায়। অনেকসময় একাধিক এম্বুলেন্স এই যানজটে আটকে থাকে। বহুবার পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হইনি। এমনকী স্কুলের ছাত্রছাত্রীদের রাস্তায় পারাপার করতে অসুবিধা হচ্ছে। তাছাড়াও এই যানজটের ফলে ব্যবসায়ীদের বড়রকম ক্ষতি হচ্ছে। তাই আজ আমরা সকলে মিলে এই পথ অবরোধ করেছি।