হলদিয়া সংস্কৃতি উৎসব 2025 অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।

হলদিয়া, নিজস্ব সংবাদদাতা:- HDA অর্থাৎ হলদিয়া উন্নয়ন পর্ষদের হলদিয়া সংস্কৃতি উৎসব 2025 এর শুভ উদ্বোধন হলো হলদিয়ার কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে । সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয় ।অনুষ্ঠান চলবে তিন দিনব্যাপী । স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ।অনুষ্ঠানের উদ্বোধনের আগে দুর্গাচক সুপার মার্কেট থেকে একটি রেলি মঞ্জুশ্রী মোড় হয়ে কুমার চন্দ্র জানা অডিটরিয়ামে এসে শেষ হয় ।প্রায় পাঁচ শতাধিক স্কুল ছাত্রছাত্রী থেকে শিক্ষকমন্ডলী ও HDA এর আধিকারিকরা র‍্যালিতে পা মিলিয়েছে । বিভিন্ন স্কুল, প্রতিষ্ঠান, আধিকারিকরাএই অনুষ্ঠানে উপস্থিত ছিল। এছাড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী । এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর , হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও কে. সুধীর ,হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল ,হলদিয়া রিফাইনারির ইডি S K Das, হলদিয়া পৌরসভার এক্স চেয়ারম্যান সুধাংশু মন্ডল, হলদিয়া রিফাইনারির আধিকারিক সুশান্ত কুমার দাস , প্রমুখ আধিকারিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *