মিছিলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন সিপিআইএম কাঁচরাপাড়ার নেতৃত্বরা।

কাঁচরাপাড়া-উত্তর চব্বিশ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- এসএসসি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের ওপর উঠেছে প্রশ্ন চিহ্ন। এই এসএসসি দুর্নীতির প্রতিবাদে , এবং ২০ এপ্রিল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু ও কৃষক ও বস্তি সংগঠন গুলির ডাকা ব্রিগেড সমাবেশ কে সফল করার বার্তা দিতে ৭ ই এপ্রিল সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির ডাকে আয়োজিত হলো প্রতিবাদ মিছিল এবং পথসভা। কাঁচরাপাড়া দ্বাড়ভাঙা কলোনি থেকে শুরু করে জোনপুর প্রগতি পল্লীতে প্রতিবাদি পথসভার মধ্যে শেষ হয় এই মিছিল, উক্ত মিছিলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন সিপিআইএম কাঁচরাপাড়ার নেতৃত্বরা। পথসভা থেকে শ্রমিক বিরোধী শ্রম বিল বাতিলের দাবি তোলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *