প্রেমিক প্রেমিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা: প্রেমিক প্রেমিকার মৃত্যু, পরিবারের মত নেই। ভিডিও কল করে আত্মহত্যা যুগলের। মালদহের বামন গোলা থানায় এলাকার ঘটনা। জানা গেছে মৃত যুগলের নাম ফুলটুস মন্ডল এবং রাখি মন্ডল। পেশায় দিন মজুর ফুলটুস মন্ডলের বাড়ি বামন গোলা থানার খুয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মন্ডলের বাড়ি রাখাল পুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপূজায় তাদের আলাপ হয়। এরপর থেকেই শুরু হয় প্রেমালাপ। মৃত ফুলটুস মন্ডলের মা উজ্জ্বলা রানী মন্ডলের অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি। আর এই কারণেই তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করে। গত শনিবার গাজোল থানার আগমপুর এলাকায় তারা একসঙ্গে তাদেরই এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তারা জানতে পেরে অচৈতন্য অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন গতকাল রাত আটটা নাগাদ মেয়ের মৃত্যু হয় এবং রাত একটা নাগাদ ছেলের মৃত্যু হয়।
বাইট-
১) উজ্জ্বলা রানী মন্ডল, মৃত ফুলটুস মন্ডলের মা।
২) গোকুল মন্ডল, মৃত রাখী মন্ডলের বাবা।