প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন তাদের স্কুলের শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সুপ্রিম কোর্টের রায়ে দুই জন শিক্ষকের চাকরি গিয়েছে ফালাকাটা ব্লকের প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে এবার পথে নামল ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শিক্ষকদের পুনরায় নিয়োগের দাবিতে মিছিল করে ছাত্রছাত্রীরা। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি। এর মাঝে প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। পাশাপাশি প্রমোদনগর মোড়ে পথ অবরোধ করে তারা। প্রায় ৩০ মিনিট চলে ওই অবরোধ। এদিন এক ছাত্রী বলেন, আমার চাই আমাদের দুই প্রিয় শিক্ষকদের আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনা হোক। এদিকে, এদিন ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিরাও পেন ডাউন কর্মসুচি পালন করছেন।