বাসন্তীর পুজার মহা অষ্টম সেই উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — বাসন্তী পূজা উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া মিশনে অনুষ্ঠিত হলো কুমারী পূজা।শনিবার ছিলো বাসন্তীর পুজার মহা অষ্টম সেই উপলক্ষে বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া শ্রী শ্রী সারদা আশ্রমে কুমারী পুজোর আয়োজন করা হয়, আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী মহারাজ আত্মপ্রাণনন্দ জানান এই মিশনে বাসন্তী পুজা ২৫ বছর পদার্পণ করলো। এই বাসন্তী দুর্গাপুজা হয়ে আসছে আজ মহা অষ্টমী উপলক্ষে কুমারী পুজো করা হয়।এই পুজা বিভিন্ন নিয়ম নিষ্ঠার সাথে এই পুজা শুরু করা হয়।পাকুয়াহাট এলাকার এক ব্রাহ্মণের মেয়ে ত্রয়ী চক্রবর্তী এই বছর দেবী রুপে কুমারী পূজা করা হয়। বিভিন্ন রীতির মেনে এই পুজো করা হয়েছে পুজোতে দূর দূরান্ত থেকে বহু ভক্তের ভীর দেখা গিয়েছে।এই পুজাতে আসা ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।