ইংলিশ বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পদা ফাঁস করলেন খোদ স্ত্রী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —পুলিশ কর্মী স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করেছিল স্ত্রী। প্রতিবাদ করায় স্ত্রীকে মারধোর এমন কি পুড়িয়ে মারার চেষ্টা করে পুলিশ কর্মী স্বামী। অবশেষে ইংলিশ বাজার থানার পুলিশকে সাথে নিয়ে গিয়ে স্বামীর অবৈধ কীর্তির পদা ফাঁস করলেন খোদ স্ত্রী। অর্ধনগ্ন অবস্থায় আটক পুলিশকর্মী স্বামী। মালদার ইংলিশ বাজার থানার নিমাই সরা এলাকার ঘটনা।
জানা যায় আট মাস আগে মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ওই পুলিশকর্মীর সাথে বিয়ে হয়েছিল কোরমনিগ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলার। বিয়ের পরই পুলিশকর্মী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন তার স্ত্রী। আর এই নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগেই থাকতো। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় মিলতো মার এমনকি তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। শেষমেষ গতকাল বিকেলে নিমাইসরা এলাকায় পুলিশকে সাথে নিয়ে গিয়ে তার স্বামীর অবৈধ সম্পর্কের পর্দা পাস করে খোদ ওই মহিলা। আর যাকে ঘিরে গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য। তিনি বলেন ওই পুলিশ কর্মীর যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই বাড়িতে প্রতিনিয়ত মধুচক্র বসে। আমরা চাই এই সমস্ত কার্যকলাপ বন্ধ হোক আমাদের এলাকায়। এরপরে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *