
বুড়ো পীর সাহেবের ওরস মেলা উদ্বোধন করলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানাজ ও বীরভূম জেলা সভাপতি কাজল শেখ।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এক নম্বর ব্লকের কাদরা পঞ্চায়েতের উজ্জলপুর বুড়ো পীর সাহেবের ওরস মেলা উদ্বোধন হলো।আজ এই মেলার উদ্বোধন করলেন কেতুগ্রামের বিধায়ক শেখ শাহানাজ ও বীরভূম জেলা সভাপতি কাজল শেখ।এছাড়াও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম থানার আইসি পার্থসারথি মুখার্জি , কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুকান্ত রায়…