মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে ‘শহিদ’ CRPF-র ১৯৩ নং ব্যাটেলিয়নের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে সমবেদনা।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ২৪ শে মার্চ ঝাড়খণ্ডের সিংভূম জেলার ছোটনাগরা এলাকায় মাওবাদী দমন অভিযানে গিয়ে, মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে ‘শহিদ’ CRPF-র ১৯৩ নং ব্যাটেলিয়নের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সমবেদনা জানালেন CRPF এর DG জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সহ অন্যান্য উচ্চপদস্থ CRPF আধিকারিকরা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২ ব্লকের (গোয়ালতোড় থানার) গাছউপড়া গ্রামে শহীদ সুনীল মণ্ডলের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে। পরে তাঁর পরিবারের সদস্যের সঙ্গে দেখা করে সমবেদনা জানান CRPF আধিকারিকরা। প্রয়াত সুনীল মণ্ডলের দাদা অমল মন্ডল জানান, CRPF এর DG সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা আজ পরিবারের সঙ্গে দেখা করেছেন। যেহেতু কর্মরত অবস্থায় সুনীল মন্ডল মারা গেছেন, তাই তাঁর পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন। পাশাপাশি সবরকম ভাবে পরিবারকে সাহায্য করবেন তাঁরা এবং শহীদ সুনীল মণ্ডলের স্মৃতিতে গ্রামে একটি মুর্তি প্রতিষ্ঠা করবেন বলেছেন CRPF আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *