উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় উদ্ধার বন্দুকের কার্তুজ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে খবরগাঁও এলাকায় দলঞ্চা নদীতে স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা। নদীতে স্নান করতে নেমে উদ্ধার হয় বেশ কয়েকটি কার্তুজ। আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্হানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে কেউ বা কারা এই কার্তুজ গুলি নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে কি কারণে ওই কার্তুজ কে বা কারা মজুদ করে রেখেছিল তা জানা যায়নি।