বুধবার কালিয়াচক ২ ব্লকের কর্মতীর্থ বিল্ডিং এ এই দাওয়াতে ইফতার পার্টি আয়োজন করা হয় ।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —মালদা জেলা পুলিশ এর উদ্যোগে ও মোথাবাড়ি থানার ব্যবস্থাপনায় আয়োজন করা হল দাওয়াতে ইফতার।।
বুধবার কালিয়াচক ২ ব্লকের কর্মতীর্থ বিল্ডিং এ এই দাওয়াতে ইফতার পার্টি আয়োজন করা হয় ।।বুধবার উপস্থিত ছিলেন আইপিএস কামাল তেজা ও ওসি মোথাবাড়ি কুণাল কান্তি দাস , ছাড়াও উপস্তিত ছিলেন কালিয়াচক ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্রতিম বসাক সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা ।।
পুলিশের পক্ষ থেকে মোথাবাড়ি এলাকায় বিশিষ্ট ব্যক্তি সহ সাধারন মানুষদের নিয়ে দাওয়াতে ইফতার আমন্ত্রিত করা হয় ।মূলুত জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বাতাবরণ ছড়িয়ে দিতে সকলের উপস্থিত এই ইফতার পার্টি করা হয়। উপস্তিত ছিলেন মোথাবাড়ি ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জয়নাল আবেদীন বিশ্বাস ছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকলে এই ইফতার পার্টিতে এসে খুশি।

