ফালাকাটা ১৭ নম্বর জাতীয় সড়ক ট্রাফিক মোড়ের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আবারও ভয়াবহ দুর্ঘটনা। ফালাকাটা ১৭ নম্বর জাতীয় সড়ক ট্রাফিক মোড়ের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, একটি চার চাকার গাড়ি ফালাকাটা ট্রাফিক মোড় এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তার পর উল্টে যায় রাস্তায়। সে সময় ওই গাড়ির ভিতরে কমপক্ষে ১৮ জন ছিল। তাদের মধ্যে সকলেই কম বেশি আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা হল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।