৫৮ গ্রাম ইয়াবা বাজেয়াপ্ত হিলির ত্রিমোহিনীতে, আটক এক ব্যক্তি।
হিলি-দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা : ২৫ মার্চঃ- হিলি থানার পুলিশের বড় সর সাফল্য! মঙ্গলবার সকালে হিলি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ত্রিমোহিনী ত্রিকোন মোড়ে হানা দেয় । বিশাল পুলিশবাহিনীর হানায় ত্রিমোহিনী হাটের মানুষের মধ্যে কানাঘুষো শুরু হয়। তার কিছু পরেই বালুরঘাট দিক থেকে আসা একটি মোটরবাইক আরোহীকে আটক করে পুলিশ। তারপরেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তল্লাশি চালায় পুলিশ। তাতেই ওই মোটরবাইক আরোহীর প্যান্টের ডান দিকের পকেট থেকে একটি টোপলা উদ্ধার হয়। ওই টোপলা খুলে বেরিয়ে আসে একটি মেড ইন চায়না নির্মিত মোবাইল হেড ফোনের প্যাকেট ও তিনটি ছোট ছোট প্লাস্টিক মোড়া মাদকদ্রব্য। ওই মোবাইল হেড ফোনের প্যাকেট থেকে একটি কাগজে বাঁধা প্যাকেট থেকে তিনটি নীল রঙের প্লাস্টিক প্যাকেট উদ্ধার হয়। ওই তিনটি প্যাকেটে ৫৮ গ্রাম ইয়াবা বাজেয়াপ্ত হয়। তারসঙ্গে তিনটি প্লাস্টিক মোড়া টোপলা থেকে ৭০ গ্রাম হিরোইন বাজেয়াপ্ত করা হয়। তারপরেই মাদকদ্রব্য সহ আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম দেলোয়ার ফকির(৪০)। ধৃত হিলি থানার পূর্ব কালিকাপুর গ্রামের বাসিন্দা। আইন প্রক্রিয়ার মাধ্যমে ধৃতকে বুধবার বালুরঘাট আদালতে পেশ করবে হিলি থানার পুলিশ।
এপ্রসঙ্গে হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, “আমাদের একটি মাদকদ্রব্য নিয়ে আসার খবর আসে। ওই খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। আগামীকাল ধৃতকে আদালতে পেশ করা হবে।”

