নামখানার মৌসুনি দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের, বনকর্মীরা এসে উদ্ধার করল।
দক্ষিণ ২৪ পরগনা -নামখানা, নিজস্ব সংবাদদাতা:- এবার নামখানার মৌসুনি দ্বীপের লোকালয়ে দেখা মিলল কুমিরের। গতকাল সন্ধেয় স্থানীয় বাঘডাঙা এলাকার রাস্তায় ঘোরাঘুরি করছিল কুমিরটি। সেইসময় এক বাসিন্দা কুমিরটির দেখতে পেয়ে চিৎকার জুড়ে দেয়। চিৎকারে কুমিরটি গিয়ে আশ্রয় নেয় একটি পুকুরে। খবর দেওয়া হয় বনদপ্তরের বকখালি রেঞ্জে। চলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। রাত সাড়ে দশটা নাগাদ বনকর্মীরা কুমিরটিকে পুকুর থেকে ধরে ফেলে। রাতেই কুমিরটিকে ভগবতপুর কুমির প্রকল্পে আনা হয়েছে। চিকিৎসার পর ৫ ফুট দৈর্ঘ্যের এই স্ত্রী কুমিরটিকে সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। সুন্দরবনের এই অংশে অতীতে কুমিরের দেখা মেলেনি। পাশের চিনাই নদীতে কুমিরটিকে দেখেছে এলাকার মানুষ। তারপরেই ঢুকে পড়ে নদীর পাশের লোকালয়ে।

