প্রগতি নৃত্যালয়ের তরফে বার্ষিক অনুষ্ঠানে আয়োজন করা হয় ছাতনা বাসুলী মন্দির প্রাঙ্গনে।

ছাতনা, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ছাতনার বিভিন্ন এলাকার কচিকাঁচাদের নাচের প্রশিক্ষণ দিয়ে আসছে প্রগতি নৃত্যালয়। এই শিক্ষাঙ্গনের নৃত্য শিল্পীরা সারা বছরই জেলা সহ জেলার বাইরের বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর নৃত্য পরিবেশন এর মধ্য দিয়ে মনোরঞ্জন করে থাকে সকলের। তবে প্রতিবছরই প্রগতি নৃত্যালয়ের তরফে বার্ষিক অনুষ্ঠানে আয়োজন করা হয় ছাতনা বাসুলী মন্দির প্রাঙ্গনে। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় জমান সকলেই। এবছরও অভিনব থিম ভাবনার মধ্য দিয়ে নৃত্যের প্রদর্শন মন কেড়েছে দর্শকদের। ভরতনাট্যম, লোকনৃত্য, রবীন্দ্রনৃত্য ও সৃজনশীল নৃত্যের উপর এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় এদিন। নৃত্যালয়ের কর্ণধার ও আয়োজক দ্বীপমালা সেনগুপ্ত জানান আমাদের এই কর্মসূচির প্রস্তুতি প্রায় সাড়ে চার মাস ধরে চলছে এবং ১৭০ জন মেয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এছাড়াও আজকে মেয়েদের অভিভাবিকাদের নৃত্য পরিবেশনা সকলের নজর কেটেছে। এছাড়াও অনুষ্ঠান শেষে ‘নারী তুমি বেঁচে উঠো’ শীর্ষক এক মঞ্চ উপস্থাপনার মধ্য দিয়ে সমাজের প্রতি বিশেষ বার্তা দেওয়া হয় প্রগতি নৃত্যালয়ের তরফে।

বাইট – দ্বীপমালা সেনগুপ্ত, কর্ণধার, প্রগতি নৃত্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *