মধুচক্র চালানোয় অভিযুক্ত হোটেল মালিক কে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করলে আদালত অভিযুক্ত হোটেল মালিককে ১০০০ টাকা জরিমানা করে এবং জামিন দিল!
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ– দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত চাঁদমুখ এলাকার একটি হোটেলে দীর্ঘদিন ধরে চলছে মধুচক্রের ব্যবসা এমনটাই অভিযোগ স্থানীয়দের। শনিবার ক্ষিপ্ত গ্রামবাসীরা একটি মেয়ে সহ হাতেনাতে ধরে ফেলেন ও হোটেল ভাংচুর চালায়। এর পাশাপাশি হোটেল মালিকের বিরুদ্ধে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হোটেল মালিক জয়ন্ত মন্ডল কে গ্রেপ্তার করে বংশীহারী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ২২/০৩/২০২৫ হালালপুর নিবাসী এক ব্যক্তি লিখিত অভিযোগ করে জানান, চাঁদমুখ ব্রীজের সংলগ্ন পাকা রাস্তার ধারে একটি টিনের ঘরে হোটেল ব্যবসার আড়ালে মধুচক্রের ব্যবসা চলছে।
এদিন অভিযুক্ত হোটেল মালিক কে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করলে আদালত অভিযুক্ত হোটেল মালিক কে ১০০০ টাকা জরিমানা করে এবং জামিন দেয়। আদালত সূত্রে জানা গেছে অভিযুক্তকে ২৯২ বি এন এস ধারা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

