আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডাইলোসিস পরিষেবা ঠিকমত পাচ্ছেনা রোগীরা দীর্ঘ কয়েকমাস থেকে, বিজেপি যুব মোর্চা পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার কাছে ডেপুটেশন।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে সাত দফা দাবিতে বিজেপি যুব মোর্চা পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার কাছে ডেপুটেশন প্রদান করা হল। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপি কুমারগ্ৰাম বিধায়ক মনোজ কুমার ওরাঁও, কালচিনি বিধায়ক বিশাল লামা।
এদিন কুমারগ্ৰাম বিধায়ক মনোজ কুমার ওরাঁও জানান আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ডাইলোসিস পরিষেবা ঠিকমত পাচ্ছেনা রোগীরা দীর্ঘ কয়েকমাস থেকে। এছাড়া হাসপাতালে পরিকাঠামো গত দিক দিয়ে বিভিন্ন উন্নতির দাবি সহ একাধিক দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করা হয়।

