যা বলেছি ঠিক বলেছি আমি খড়্গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবি করতে এলে বাড়ি থেকে ট্নে এনে পিটবো, সে যেই পার্টিরই হোক : দিলীপ ঘোষ।
পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজনীতি ছেড়ে দেবো,কিন্তু মেজাজ ছাড়বো না,রাজনীতি করতে হলে ভদ্রভাবে করো না হলে ছেবলামি করলে সিদে করে দেব,শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে চা চক্রে যোগ দিয়ে গতকাল অর্থাৎ শুক্রবার ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ তথা দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ,ওই ঘটনা নিয়ে তিনি আরো বলেন মেজাজ হারায়নি মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি আমি খড়্গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবি করতে এলে বাড়ি থেকে ট্নে এনে পিটবো, সে যেই পার্টিরই হোক।
সে যত বড় নেতা হোক দিলীপ ঘোষ কারো বাপের জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো না হলে ছেবলামি করলে আমরাও জানি তাকে কিভাবে সিদা করতে হয়। খড়গপুর এটা কারো বাপের জমিদারি নয়, দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেকটি লোকের অসুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করে নি এতদিনের এত বছরের কাউন্সিলের হয়ে কিছু করতে পারেনি এম এল এ হয়ে কিছু করতে পারেনি সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এক্স এমপি দিলীপ ঘোষ। মানুষ কি মুখে ঘাস দিয়ে চলে নাকি । বেহায়া মতো মিছিল করছে ওইখানে আর দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে।
দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে কারো বাপের খায় না পরেনা। এক কাপ চা চেয়ে খায় না। না নেব না দেব না না কাউকে ছাড়বো না।
দল কি ব্যবস্থা নেবে দিলিপ ঘোষ যথেষ্ট আর এখানকার কর্মীরাই যথেষ্ট আর টিএমসি যদি মনে করে এই রাজনীতি খড়্গপুরে শুরু করবে? কাল থেকে শুরু করছি বাড়িতে ঢুকে মারব না হলে বাড়ি থেকে বের করে চৌরাস্তায় মারবো। আর এইটাই কালকে হেডলাইন করে নাও যেই বেটা তাকে আমি দিয়ে দেবো কু কথা কোনটা আর সু কথা কোনটা।
বেশি ভদ্রলোকই দেখাতে যেও না রাজনীতি করছি শত্রুর বিরুদ্ধে যারা লেজ গুটিয়ে বউয়ের আঁচল তলায় তারা আমাকে সার্টিফিকেট দেবে। জীবনে বাড়ির বাইরে কোনদিন বেরোয় না চমকে দিলেই পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেবে আর দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবে মেজাজ ছাড়বে না। ফের খড়গপুর বোগদা এলাকাতে চা চক্র যোগ দিয়েই একেবারে রনংদিহি মেজাজে দিলীপ ঘোষ।

