বিষাক্ত গ্যাসে মৃত্যু পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন।
নিজস্ব সংবাদদাতা, মালদা—-হরিয়ানার ফরিদাবাদে ম্যানহোলে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে মৃত্যু পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন। পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। গত বৃহস্পতিবার ম্যানহোলে নেমে আবর্জনা পরিষ্কার করার সময় অসুস্থ হয়ে পড়েন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে ইজমাইল হক(১৫)। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছেন।খবর পেয়ে শুক্রবার রাতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে যান মার্জিনা। পরিবারের পাশে রয়েছেন তিনি জানান। ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারটিকে সরকারিভাবে সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান।

