সাঁকরাইল ব্লকের ধূলাগড় ফুড পার্কের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।
প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সাঁকরাইল প্লাস্টিক কারখানা ভয়াবহ আগুন, আগুন নেভাতে আসে দমকলের ১৫টি ইঞ্জিন । ঘটনাটি ঘটে সাক্ষরিত থানার অন্তর্গত সাঁকরাইল ব্লকের ধূলাগড় ফুড পার্কের প্লাস্টিক কারখানায়। ভয়াবহ আগুনের ধোঁয়া বেরোতে থাকে কারখানা থেকে । স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে আনুমানিক বিকাল চারটে নাগাদ কারখানায় আগুন লক্ষ্য করা যায়। কারখানায় প্লাস্টিকের বস্তা সহ বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী তৈরি হয় । দাহ্য পদার্থ মজুদ থাকার কারণে দ্রুত গতিতে আগুন গ্রাস করে এবং কালো কুণ্ডলী আকারে ধোঁয়া, দূর থেকেই দেখা যায়। কারখানায় মহিলা থেকে পুরুষ মিলিয়ে হাজারের বেশি শ্রমিক কাজ করেন। কারখানা চালু অবস্থায় এই ঘটনা ঘটে, এখনো পর্যন্ত হতাহতের কোন খবর নেই । আশপাশের কারখানা থেকে আগুন নেভাবার কাজে হাত লাগায় শ্রমিকরা, এ ছাড়া দমকলের ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভাবার কাজ করছেন। ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ প্রশাসন।

