চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা যুবভারতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা যুবভারতী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়,জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৬২ জন্য রক্ত দাতা রক্ত দান করেন,এই দিন এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন বনদপ্তরের আধিকারিক বিদ্যুৎ সিংহ,এছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অন্তু চন্দ, শুভাশিস মান্না,সুনীল পাড়ুই, ডাবচা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিষই সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ও ক্লাব সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে এই প্রথম বছর ক্লাব সংগঠনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে আগামীদিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ক্লাব সংগঠনের সদস্যরা।।

