পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায়।
পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায়,পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম তপন সাহা,বয়স আনুমানিক ৫০ বছর,বাড়ি চন্দ্রকোনারোড এলাকায়, সূত্রে আরো জানা যায় মঙ্গলবার বিকেল নাগাদ নয়াবসত এলাকায় চন্দ্রকোনারোড-সারেঙ্গা গ্রামী রাজ্য সড়কে মোটর বাইকে করে ফিরছিলেন ওই ব্যক্তি, এরপর ট্রাকের ধাক্কায় ঘটনা স্থলে মৃত্যু হয় তার, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

