দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিযুক্ত হলেন স্বরূপ চৌধুরী, সংবর্ধনা দিল দলীয় কর্মী সমর্থকরা।
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পুনরায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিযুক্ত হলেন স্বরূপ চৌধুরী।সংবর্ধনা দিল দলীয় কর্মী সমর্থকরা। এদিন বালুরঘাটের ডাক বাংলো পাড়ার একটি বেসরকারি লজে সংবর্ধনা সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজেপির জেলা, ব্লক, টাউন,মহিলা সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় পুনরায় নিযুক্ত জেলা সভাপতি স্বরূপ চৌধুরীকে। এদিনের কর্মসূচিতে জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, গৌতম রায়, প্রাক্তন সভাপতি বিনয় বর্মন, গৌতম চক্রবর্তী, যুব মোর্চা জেলা সভাপতি শুভ চক্রবর্তী, শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ এক ঝাঁক বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি দায়িত্ব সামলাচ্ছেন স্বরূপ চৌধুরী।এরাই মাঝে রাজ্য জুড়ে বিজেপির সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে জেলা সভাপতি পদে রদবদল ঘটে। তবে দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে স্বরূপ চৌধুরীকে।এমন খবরে খুশি দলের দলীয় কর্মীরা।জেলা সভাপতিকে সংবর্ধনা জানাতে এদিন বালুরঘাটের রেনুকা লজে এক সভার আয়োজন করে বিজেপি নেতৃত্ব।

