গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়,ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত জাঙ্গরিয়া এলাকার। জানা গিয়েছে মঙ্গলবার রাতে বাড়িতে স্বামী না থাকার সুযোগে গলায় ফাঁস লাগায় ওই গৃহবধূ। এরপর স্বামী ফিরে এসে দেখতে পেয়ে খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে,খবর পেয়ে বেলদা থানায় পুলিশ গিয়ে উদ্ধার করে বেলদা সুপার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রে জানা গিয়েছে ওই মৃত গৃহবধুর নাম খুকুমনি দাস মাইতি,বয়স আনুমানিক ২৯)
বছর। গৃহবধূর বাপের বাড়ির পরিজনদের মৌখিক অভিযোগ খুন করা হয়েছে তাদের মেয়েকে।যদিও এই বেলদা থানায় খুনের কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিয়ের আট বছরের মধ্যে এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

