পি এইচ ই এর একটি মৌমাছি চাক, কামড়ে বালুরঘাট হাসপাতেলে ভর্তি প্রায়৷ ১৫ জন।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মৌমাছির কামড়ে বালুরঘাট হাসপাতেলে ভর্তি প্রায়৷ ১৫ জন। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ব্যাস্ততম সত্যজ্যি মঞ্চের গলিতে।এলাকায় আতংক।ওই গলি ব্যবহার করেই বালুরঘাট থানা মোড়ের রাস্তা থেকে বালুরঘাট হাসপাতালে যাওয়ার শর্টকাট রাস্তা। সে জন্যই ওই গলি দিয়ে সাধারন মানুষ যাতায়াত বেশি করে থাকে।
জানা গেছে ওই এলাকায় পি এইচ ই এর একটি অফিস রয়েছে।সেই অফিসেই মৌমাছি চাক বেধে রয়েছে। ঘটনা হলো ওই মৌমাছির কেক মধুর লোভে বাজ পাখি এসে বসায় মৌমাছি উড়ে গিয়ে রাস্তায় চলাচলকারি মানুষজনকে আক্রমন করে। আর তাতেই আহত হয় বেশ কয়েকজন। তাদের মধ্যে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি।তাদের চিকিস্যা চলছে বলে জানা গেছে।

