আলিপুরদুয়ার তৃণমূল কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার আলিপুরদুয়ার তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, গঙ্গা প্রসাদ শর্মা, মৃদুল গোস্বামী, সঞ্জীব ধর, প্রসেনজিৎ কর সহ দলের সকল স্তরের জেলা নেতারা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার ওই বৈঠকে মূলত আগামী বিধানসভা নির্বাচন ও ভুয়ো ভোটার খুঁজে বের করার বিষয়ে রণকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে ভোটের লড়াইয়ে বুথ স্তর থেকে জন সংযোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

