হবিবপুর ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মন্ডল সহ এলাকাবাসী নারকেল ফাটিয়ে রাস্তার শুভ সূচনা করেন।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —–অবশেষে খুশি গ্রামবাসী হবিবপুর ব্লকের,,বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতে, শোলাডাঙ্গা এলাকায়,শুরু হলো কংক্রিটের ঢালাই রাস্তা এদিন শোলাডাঙ্গা ডাহালডাঙ্গী বুথে,, হবিবপুর ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মন্ডল সহ এলাকাবাসী নারকেল ফাটিয়ে এই রাস্তার শুভ সূচনা করেন।এলাকাবাসী জানান বহুদিন ধরে শোলাডাঙা এই গলি রাস্তা বেহাল অবস্থা ছিল যাতায়াতে খুব সমস্যা হত আজ তার কাজ শুরু হতে তাদের খুশি।ফিফটিন ফিনান্স আড়াই লক্ষ টাকার ব্যাই এই রাস্তা তৈরি কাজ শুরু হয়।

