ফালাকাটা হাইস্কুলের কাছে একটি ছোট গাড়ির সঙ্গে টোটো টির সংঘর্ষ, জখম টোটো চালক।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জাতীয় সড়কে টোটো ও ছোট গাড়ির সংঘর্ষ। ঘটনায় জখম হয়েছেন টোটো চালক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ফালাকাটা মেনরোড ১৭ নম্বর জাতীয় সড়কে ফালাকাটা হাইস্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ফাঁকা একটি টোটো যাচ্ছিলো। ফালাকাটা হাইস্কুলের কাছে একটি ছোট গাড়ির সঙ্গে টোটো টির সংঘর্ষ হয়। ঘটনায় টোটো চালক জখম হয়েছেন বলে খবর। তাকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, ঘটনার পর থেকে ওই ছোট গাড়িচালক পলাতক। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

