আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে শিব রাত্রি উপলক্ষে বিশাল মেলা বসেছে।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিব রাত্রি উপলক্ষে বিশাল মেলা বসেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরে। মেলার দিন গুলো এলাকার মানুষের কাছে একটা বড় উৎসব। তবে এবছর জটেশ্বর শিব চতুর্দশী মেলায় নাগরদোলা সহ প্রায় চারশোর বেশি ছোটবড় স্টল হাজির হয়েছে। পাশাপাশি হাজির হয়েছে ‘মৌত কা কুয়া’। আর ওই খেলা নজর কারছে মেলায় আসা দর্শকদের। জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, “সকলের সহযোগিতায় এবার এই মেলা ১৫ দিন ধরে চলবে। বহু দূরদূরান্তে বহু মানুষ এই মেলা প্রাঙ্গণে আসছেন। পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে।”

